ভালোবাসার বেদনা
- হানিফ আহমেদ লস্কর - মানবসম্পদ ২৮-০৪-২০২৪

সুন্দরতা দেখে, তোমার কথা বারংবার মনে পড়া,
এটা কি ভালোবাসা?
তোমায় হৃদয় ঘরে আমি স্থান দিয়েছি,
তুমি কি দিবা?

তুমি তো ছলনাময়ী ছদ্মবেশিনী পাখিনী,
এ গাছ থেকে, সে গাছে যাওয়া তো তোমারি নীতি,
তাহা এখনও বুঝতে পারিনি।
তোমায় নিয়ে দেখেছি অনেক আশা,
গড়বো স্বপ্নের রঙিলা বাসা,
যেথায় তুমি আর আমি এক হবো,
কাটাবো সুখের জীবন,
এই প্রাণভরা ধরায়।

জীবনপথ, শোকেরকালে আমি তো তোমায় দেখিয়েছি;
সুখেরকালে আমায় কেন ভূলে গিয়াছ?
বিষাক্ত নাগিনী বহুরুপী,
তুমি তো সেই জাতির! তাই নাকি?
যে সমাজে ছিল আমার ভালো পরিচিতি,
ও হৃদয়া কালিনী, তুমি কেন নষ্ট করিলি?

তোকে মানুষী করার তাগিদে, দিবারাত্রি এক করেছি;
এখন আমায়, এ কি উপহার দিলি?
শুধু বেদনার সাগর বানালি।
একবারই, এই সাগরের প্রতি দেখলিনি,
পূর্বে, তোকে বুঝতে অনেক ভূল করেছি;
ভালোবাসার মানুষ মাপক যন্ত্র তো পাইনি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faijus
০২-০৭-২০১৫ ১৯:১৬ মিঃ

সুন্দর।